কিভাবে ইমেইল এ্যাকাউন্ট তৈরী করতে হয়

ই-মেইল এ্যাকাউন্ট  তৈরী করার নিয়ম 

ডিজিটাল বা আধুনিক যুগ সম্পর্কে আমাদের কে কারো বুঝাতে হয় না। আমরা আধুনিক যুগ সম্পর্কে সম্যক ধারণা সকলেই নিজ নিজ জায়গা থেকেই শিখে নিয়েছি। কারণ আধুনিকতার সকল ছোয়া সর্বদায় আমাদের কাজে কর্মের সাথে মিশে গেছে।  

চলার পথে বা জীবনের সাথে প্রযুক্তির যে সকল বিষয় আমাদের কর্মকান্ডের সাথে জড়িত তার একটি  হলো ই-মেইল / E-mail বা Electronic Mail । এর মাধ্যমে আমরা খুব সহজে, খুব দ্রুত, কম সময়ে প্রথীবির যে কোন জায়গায় বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন, পরিচিত-অপরিচিত ব্যক্তিদের নিকট চোখের পলকে বহু প্রয়োজনীয় তথ্য যেমন-ফিচার, ছবি, লেখা, তথ্য, ভিডিও, অডিও সহ সকল প্রকার তথ্য আদান-প্রদান করতে পারি। এটি ইন্টারনেটের একটি খুরুত্বপূর্ণ সাইট। এসকল কাজের জন্য একটি ই-মেইল এ্যাড্রেস প্রয়োজন হয়। কিভাবে ই-মেইল এ্যাকাউন্ট তৈরী করতে হয়  নিচে বিস্তারিত আলোচনা করছি। 

করোনার খবর পড়ুন ক্লিক করুন :- Coronavirus update news

প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন;  Google Chrome, Firebox, UC Browser etc. এর পর গুগল এড্রেস বারে লিখুন www. gmail.com অথবা Create new gmail account। তারপর একটি এন্ট্রারফেস আসবে। সেখানে Create an account এ ক্লিক করুন। যে ফরমটি আসবে সেখানে আপনি আপনার উল্লেখিত তথ্য দিয়ে ফরমটি পুরণ করুন। প্রথমে First name এর যায়গায়  আপনার নামের প্রথম অংশ দিন অর্থাৎ আপনার নাম MD. SABBIR HOSSAIN হলে  MD. SABBIR দিন  এবং  Last name এর যায়গায় HOSSAIN দিন। এর পর Username  এর জায়গায় এমন একটি ওয়ার্ড দিন যে নামে অন্য কোন ই-মেইল এ্যাকাউন্ট না। কারণ এই নাম বা ওয়ার্ডই হবে আপনার ই-মেইল এড্রেস। আপনি যে নামটি লিখেছেন সেটি যদি আগে থেকেই অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে Your name is not available দেখাবে এবং নিচে কিছু ইউনিক নাম দিবে যেখান থেকে আপনি চয়েজ করতে পারেন। এরপর  Password এর জায়গায় একটি শক্তিশালী Password  দিন, মনে রাখবেন Password  যেন ৮ সংখ্যার কম না হয়। Conform password এর জায়গায় আগের Password টি পূনরায় দিন। তারপর জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর দিন। 


তারপর Security Question এর জায়গায় যে কোন একটি Question সিলেক্ট করুন। এরপর উত্তরের ঘরে একটি উত্তর দিন। Recovery e-mail এর স্থানে আপনার অন্য একটি ই-মেইল এড্রেস থাকলে দিন। না থাকলে দেওয়া লাগবে না। দিলে ভালো হয় কারণ ভবিষ্যতে আপনার তৈরীকৃত ই-মেইলটির সকল     মেসেজ পাবেন যেমন পাসওয়ার্ড হারিয়ে গেলে  Recovery e-mail  এর মাধ্যমে উদ্ধার করতে পারবেন। location এর স্থানে Bangladesh সিলেক্ট করুন। 

 Next step এর আপনার মোবাইল ফোনে একটি কোড বা কল যাবে। উক্ত কোডটি Verification code এর স্থানে দিন। এরপর I accept create  my account এ ক্লিক করে submit  করুন। এরপর যে পেজটি ওপেন হবে সেটা আপনার কাংখিত ই-মেইল এ্যাকাউন্ট। বাহ হয়ে গেলো আপনার E-mail account. এখন থেকেই শুরু করতে পারেন আপনার যাবতীয় বার্তা আদান-প্রদানের কাজ।

ই-মেইল কিভাবে পাঠাবেন ঃ

আপনার তৈরীকৃত ই-মেইল এ্যাকাউন্টটি ওপেন করুন । ডান পাশের Compose নামে অপশনটিতে ক্লিক করুন। ছবিটি লক্ষ্য করুন-

Compose  এ ক্লিক করার পর  New message নামে একটি ডায়ালগ বক্স ওপেন হবে । 

Recipients এর স্থানে আপনি যাকে আপনার বার্তা পাঠাবেন তার ই-মেইল ঠিকানাটি ব্যবহার করুন। এবং Subject এর জায়গায় আপনার বার্তা বিষয়ে শর্ট করে কিছু লেখতে পারেন। 

এরপর নিচের যে সাদা বক্সে আপনার ই-মেইল কম্পোজ করুন। অথবা  নিচে Attached file থেকে আপনার ডেক্সটপে থাকা যে কোন কিছু আপলোড করুন। বাছ কাজ শেষ এবার করলেই আপনার মেসেজটি পৌছে যাবে আপনার প্রিয়জনের কাছে পৃথীবির এক পান্ত থেকে অন্য প্রান্তে । 

ই-মেইলের কিছু সুবিধা :-

*দ্রুত সময়ে বার্তা পৌছে যায়।
*এটি নির্ভরযোগ্য। 
*ই-মেইল পাঠাতে সমস্যা হলে বা ভুুল এড্রেস হলে এটি আপনাকে জানিয়ে দিবে।
*এর খরচ খুবই সস্তা। 
*একযোগে বহু ইমেইল পাঠানো যায়।
*ভবিষ্যত সংরক্ষনের জন্য কোন ফাইল আলাদা করা যায়। 

অতি প্রয়োজনীয় ঃ-

* E-mail ছাড়া  কোন ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করা যায় না।
* Android Mobile এ প্লে ষ্টোর থেকে কোন কিছু ডাউনলোড করতে লাগে।
* ফেসবুক এ্যাকাউন্ট তৈরী করতে ব্যবহার করা যায়। 
* Online এ কোন কিছু পারসেস পরতে ই-মেইল দরকার হয়।

এছাড়াও আমাদের হাজারো কাজের সাথে ই-মেইল জড়িত। 

ধন্যবাদ ব্লগটি পড়ার জন্য 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ