ভ্যাকসিনের জন্য চুক্তি ইউরোপের ৪ দেশ: করোনা

ভ্যাকসিনের জন্য চুক্তি সম্পন্ন করে ফেলছে ইউরোপের ৪টি দেশ

আশার আলো ডট কম

বর্তমানে উৎপাদন প্রক্রিয়ায় থাকা  করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য ৩০ কোটি ডোজ আগেভাগেই হাতের পাওয়ার জন্য ফরমাশ দিয়ে রাখছে ইউরোপের চার দেশ। দেশগুলো হলোঃ জার্মান, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান “ব্রিটিশ সুইডিশ” ওষুধ কোম্পানী অ্যাস্ট্রাজেনেকের সাথে ৪টি জোট একত্রিত হয়ে চুক্তি করেছে। 

ডয়ছে ভেলের রিপোর্টে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশগুলোও এই কর্মসূচীতে যোগ দিতে পারবে। 

এএফফি জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকের তৈরী সম্ভাব্য ভ্যাকসিনটি এখনো পরীক্ষা পর্যায়ে থাকলেও শনিবার জার্মানীর স্বাস্থ্যমন্ত্রী চু্ক্তির খবরটি নিশ্চিত করেন। মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন উৎপাদন হওয়া মাত্রই জনসংখ্যা অনুসারে তা বন্টন করা হবে। চলতি বছরের শেষের দিকে এই ভ্যাকসিন তৈরী প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে ধারনা করা হয়েছে।

এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে ভ্যাকসিনের সম্ভাব্য অনুমোদন তা ব্যাপক পরিমানে দ্রুত উৎপাদন ও বন্টন করা হবে চুক্তিকৃত দেশগুলোর মধ্যে। জার্মানীর স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে বিশ্বের অনেক দেশ ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ইউরোপ এখনো তা করেনি। এই সমস্যা সমাধানের জন্য সদস্যদেশের গ্রুপ একত্রে কোন ব্যবস্থা নিলে তা বাড়তি গুরুত্ব পাবে। 

চু্ক্তির বিষয়ে ইতালিয়র স্বাস্থ্যমন্ত্রী তার নিজস্ব ফেসবুকে বলেন, ইউরোপের মানুষের জন্য ৪০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ইউরোপের মোট জনসংখ্যা ৪৪ কোটি ৭০ লাখের মতো। ৪০ কোটি ডোজ পেতে কত খরচ হচ্ছে, সে বিষয় অবশ্য সামনে আনা হয়নি। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাস্ট্রাজেনেকের তৈরী ভ্যাকসিনটি অন্যান্য অগ্রগামী ভ্যাকসিন থেকে অন্যতম। 


এপ্রিল মাসে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১ হাজার মানুষের উপর ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হয়েছিল। পরের ধাপে ১০ হাজার মানুষকে ভ্যাকসিনটি দেওয়া হয়েছে। 


বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৪ লাভ ১৭ হাজারেরও বেশি সংখ্যক মানুষ মারা গেছে এবং ৭৫ লাখের বেশি মানুষ আক্রান্ত আছে। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ