বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার কারণে তছনছ হয়ে যাওয়ায় একাদ্বশ শ্রেণিতে থেকে দ্বাদশ শ্রেনিতে অটো প্রমোশন দিচ্ছে বাংলাদেশের সকল কলেজগুলো। শিক্ষাপঞ্জি অনুসারে, বছরের এপ্রিল মাস থেকে মে মাসের মধ্যে প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা দিয়ে একাদ্বশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হন শিক্ষার্থীরা। তবে এবার করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রথম বর্ষ পরীক্ষা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তাই এবার পরীক্ষা ছাড়াই একাদ্বশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে প্রমোটেড দেখানো হয়ে। করোনার কারণে দেশের ৪৮ বছরের ইতিহাসে এবার মর্যাদাপূর্ণ এফসিপিএস পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
অনেক কলেজ শিক্ষক জানিয়েছেন, করোনার প্রভাবে প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার পরীক্ষা নেওয়া হয়নি। এর ফলে পরীক্ষার্থীদের অটো প্রমোশন দিয়ে শিক্ষাবর্ষ ধরে রাখা হয়েছে। তবে অধিকাংশ শিক্ষক এই অটো প্রমোশন এর পক্ষে নয়। তারা মনে করেন, নামমাত্র হলেও এবার পরীক্ষাটি নেওয়া দরকার ছিল। এর আগেও প্রথমিকের প্রথম সাময়িক ও মাধ্যমিক স্কুলের অর্ধসাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এইচএসসি বা সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। এরকম পরিস্থিতিতে শিক্ষকদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন, শিক্ষাবর্ষ ঠিক রাখার জন্য শিক্ষার্থীদের অটো প্রমোশনের কোন বিকল্প নাই। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই প্রথম একাদ্বশ থেকে দ্বাদশ শ্রেণিতে অটো প্রমোশন দেওয়া হলো।
পরীক্ষা বিষয়ক যেসব নিয়ম-কানুন ছিল সেগুলো এখনো বহাল আছে তবে করোনা পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তবে আশঙ্কার বিষয় হলো কবে নাগাদ এই পরিস্থিতি ভালো হবে তা বলা কঠিন। বাংলাদেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
0 মন্তব্যসমূহ