রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী সহকারে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়। সদরঘাটের কাছাকাছি ফরাশগঞ্জ ঘাট এলাকায় লঞ্চটি ডুবে যায়।
বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান গোলাম সাদেক জানান, ময়ুর-২ নামের লঞ্চটি সদরঘাট লালপট্টি থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এই লঞ্চটি মর্নিং বার্ড লঞ্জকে ধাক্কা দেয়। এতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। উদ্ধার কাজও চলছে। ঘটনাস্থলে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।
0 মন্তব্যসমূহ