অ্যান্ড্রয়েডে ফেসবুকের আরেকটি ফিচার হতে পারে করোনাভাইরাস ট্রাকার। বিগত তিন দিনের মধ্যে করোনায় আক্রান্তদের দেখাবে এই ট্রাকার। দেশ ভিত্তিক এক সাপ্তাহের হালনাগাদ দেখাবে। এছাড়া বৈশ্বিক করোনা রিপোর্ট ও দেখাবে এ ট্রাকার।
নাইনটুফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয, ফেসবুক অ্যান্ড্রয়েড প্লার্টফর্মের জন্য টাইম অন ফেসবুক নামের আরেকটি ফিচার নিয়ে কাজ করছে। এটি ফেসবুক ব্যবহারীর কার্যক্রম পর্যবেক্ষন করবে এবং ফেসবুকে কত সময় পার করা হলো তা জানিয়ে দেওয়া হবে। এটি অ্যাপলের স্কিন টাইম এবং গুগলের ওয়েলবিং ফিচার দেখে অনুপ্রানিত হয়ে তৈরী করা হবে।
ফেসবুকের পক্ষ হতে ফিচারগুলো নিয়ে ঘটা করে কিছু না বললেও ধারনা করা হচ্ছে ফেসবুক সবার আগে করোনা ফিচারটি চালু করবে। এর আগে ফেসবুক সবচেয়ে বড় ফিচারটি ছিল মেসেঞ্জার রুমস্। এটি মুলত জুমের ভিডিও চ্যাট সেবার জন্য চালু করা হয়েছে। ফেসবুক অ্যাপ ছাড়াও রুমস্ ব্যবহার করা যাবে।
0 মন্তব্যসমূহ