SEO stand for (Search Engine Optimization)
সহজ কথায় কোন কিছু সার্চ করলে এসইও এর রেজাল্ট পাই। যদি গুগলে “এসইও” শব্দটা দিয়ে সার্চ দেই, তাহলে দেখি প্রায় ৪ লক্ষাধিক রেজাল্ট পাই। কিন্তু আমরা যদি এসইও সম্পর্কে জানতে চাই, তাহলে প্রথম পেজে যেসব রেজাল্ট পাই সেগুলোতে ক্লিক করি জানতে চাইবো এসইও কি।
এখন মূল কথা হচ্ছে, আমরা গুগলে এসইও লিখে সার্চ দেওয়ার সাথে সাথে যে ৪ লক্ষাধিক রেজাল্ট দেখালো তার মধ্যে প্রথম পেজে ১০ টি রেজাল্ট। আসলে কারণ কি?
কারণ এই ১০টি (প্রথম পেজের) ওয়েবসাইট বা লিঙ্ক/পেজ বাকি ৩ লক্ষ নিরানব্বই হাজার নয়শত নব্বইটা রেজাল্ট থেকে গুনে মানে চরিত্রে সব দিক থেকে ভালো। এর মানে হলে প্রথম ১০ টি ওয়েবসাইটের পেজগুলো গুগলের চোখে ভালো কারণ এইগুলো ভালোভাবে অপটিমাইজ করা সার্চ রোবটের জন্যে পাশাপাশি ভিজিটর বা ট্রাফিকের জন্য। এই অপটিমাইজেশন বা একটা সাইটকে গুনে মানে চরিত্রগত দিক দিয়ে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছে ভালো করার প্রক্রিয়াটাই (SEO) এসইও।
এসইও আবার ২ প্রকার
যেমন; অনপেজ এসইও এবং অফপেজ এসইও.
(SEO) এসইও কিভাবে করতে হয়
এক্ষেত্রে আগে আপনাকে ভালো নিশ নির্বাচন করতে হবে তারপর মানুষ কি লিখে সার্চ দেয় সেগুলো খুজে বের করা, তারপর সেই সার্চ কিওয়ার্ডগুলোর উপর নির্ভর করে কন্টেন্ট দেয়া এবং কন্টেন্টগুলো যাতে বিশ মানুষ পড়তে পারে সেগুলোর জন্যে মার্কের্টিং করা, আবার অন্য সাইট থেকে ব্যাকলিংঙ্ক নিয়ে আসা এইগুলো ব্যাসিক সিস্টেম।
Nice meaning (নিশ অর্থ?)
আমরা উপরে আলোচনা করেছি যে এসইও এর প্রথমধাপ নিশ । প্রশ্ন হলো এই জিনিসটা আবার কি? আসুন জেনে নি নিশ কি?
সাধারণ ভাষায় বলতে গেলে নিশ হলো একটা নির্দিষ্ট টপিক। ধরুন আপনি যদি চিন্তা করেন, একটা ওয়েবসাইট খুলবেন “শিক্ষা দিক্ষা” নিয়ে। কারণ আপনি একজন শিক্ষক। কিন্তু বিষয় হচ্ছে শিক্ষা একটি বিশাল বিভাগ বা শাখা-প্রশাখা আছে। আপনি সবকিছু নিয়ে এক্সপার্ট না। বা সবকিছু আপনার ওয়েবসাইটে দিতে চাইলে আপনার টার্গেট ভিজিটরের সংখ্যা অনেক বড় হবে, কিন্তু আপনার কমপিটিশন ও বেড়ে যাবে। অনেকে সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে আপনার।
কিন্তু আপনি যদি শুধু শিক্ষার একটি নির্দিষ্ট বিভাগ নিয়ে লিখেন? তাহলে আপনার অনেক কম লোকের সাথে প্রতিযোগিতা করতে হবে। তাহলে আপনার জন্যে গুগলের প্রথম পেজে আসা অনেক সহজ হবে। এইভাবে আপনাকে যে একটা বড় বিভাগ থেকে ছোট একটা বিভাগে নিয়ে আসলাম এটাই হচ্ছে নিশ টপিক।
আশা করছি এসইও কি তার সাধারণ ধারণা নিতে পারছেন েএবং নিশ সম্পর্কে ও হালকা ধারণা পেয়েছেন।
প্লিজ শেয়ার
0 মন্তব্যসমূহ