Relation |
সম্পর্ক আজীবন ধরে রাখতে চান? একটা সুন্দর সম্পর্ক ধরে রাখতে এমন কোন আচরণ বা ব্যবহার করা উচিত নয় যা পরে ক্ষতির কারণ হয়ে দাড়ায়। সম্পর্ক নিয়ে আপনি খুশি কি-না, অথবা শেষ অবধি সম্পর্ক কোন অবস্থানে নিয়ে যেতে চান সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে বর্তমান সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু টেকনিক অবশ্যই প্রয়োজন।
সম্পর্ক বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত কিছু ধারনা তুলে ধরা হলো:
*তর্ক বা বিতর্ক কোন সমাধান দেয় না, তাই শান্ত থাকুন। আবার অনেকেই একেবারে চুপথাকাকে সমাধান মনে ভাবেন। এটা সঠিক নয়। ভুল বুঝাবুঝি বা জানা-জানি হলে অবশ্যই তা নিয়ে খোলামেলা আলোচনা বা কথা বলা উচিত। তবে এটি সমনাসামনি করাই উত্তম। সম্পর্ক বাচিয়ে রাখতে মুখ বন্ধ করে রাখতে কোনো সঠিক সিদ্ধান্ত নয়। তর্ক না করে নিজের পক্ষে সঠিক যুক্তি তুলে ধরুন শান্ত ভাবে। তবে বিষয়টি কখনোই ছোট করে দেখবেন না, কারণ বিষয়টি শুধু একার না, দু’জনেরই।
*তাকে আপনি পরিবর্তন করবেন: জন্মগত ভাবে প্রত্যেকটা মানুষই একে অপরের থেকে আলাদা। প্রত্যেকেই আলাদা পরিবেশে বেড়ে উঠেন। তাই আপনার সাথে অন্যের মিল নাও থাকতে পারে। এটিকে নৈতিবাচক নয় বরং ইতিবাচক হিসাবে দেখুন। সঙ্গীকে পরিবর্তন করতে চাওয়া বা নিজের মতো করে তৈরী করতে চাওয়া, যে কারো পক্ষেই ক্ষতিকারক। প্রত্যেকেই নিজের মতো করে থাকতে চায়। তাই পরিবর্তন করাতে গেলে অনেক ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, যা আপনার সম্পর্কের ইতি টানতে পারে। সুতরাং পরিবর্তন করতে গেলে আগে এ বিষয়ে তার মতামত বা কমেন্ট বা বক্তব্য কেমন অর্থা সে এ বিষয়ে কি বলতে চায় সেটি লক্ষ্য করুন। আপনার মতের সাথে সে একমত পোষণ করলে আপনি তাকে আপনার মত তৈরী করতে পারবেন। এতে সম্পর্কের কোন টানাপোড়ন হবে না।
*নিজের নিয়ন্ত্রনে রাখা: আপনি তাকে নিজের নিয়ন্ত্রনে রাখতে চান? সম্পর্ক মানেই এখানে সবসময় ভারসাম্য বজায় রাখা। এখানে আপনি কখনো জয়ী হবেন, আবার কখনো হেরে যাবেন। কিন্তু আপনি যদি এটা না মেনে সবসময় সবকিছু আপনার নিয়ন্ত্রনে নিতে চান, ঠিক তখনই সম্পর্কের গুনে ধরবে। এতে সবচেয়ে বেশি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তাই এটি না করাই ভালো।
*তার মোবাইল চেক করতে চানঃ আপনাদের মধ্যে যতই খারাপ সময় আসুক, আপনি তার মোবাইল চেক করতে পারবেন না। এটি কখনোই সুশিক্ষা হতে পারে না। এটি সম্পর্কের পরিপন্থি। এটি একটি ‘ব্যাড ম্যানার’ । এমন কাজ থেকে বিরত থাকুন।
ধন্যবাদ
ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে
0 মন্তব্যসমূহ