ফেসবুক থেকে টাকা আয় করার উপায়



Asharalodotcm

ফেসবুক থেকে টাকা আয় করার পদ্ধতিঃ  ইউটিউবে ভিডিও আপলোড করে আমরা যেভাবে টাকা ইনকাম করি, ঠিক একই ভাবে ফেসবুক পেইজেও ভিডিও আপলোড করে টাকা ইনকাম (How to earn money form facebook page) করা যায়।  ফেসবুক পেইজ ইতিমধ্যে তাদের মনিটাইজেশন (Video monetization) ব্যবস্থা চালু করে দিয়েছে। এটির মাধ্যমে আমরা যে কেউ একটি ফেসবুক পেজ খুলে তাতে ভিডিও (Video upload) তৈরী করে আপলোড করে, বিজ্ঞাপনের (Advertisement) মাধ্যমে টাকা আয় করা যাবে। বর্তমান সময়ে ফেসবুক পেজ দিয়ে টাকা ইনকাম অনেক সহজ একটি বিষয়। 


আগে শুধু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে বিজ্ঞাপন থেকে টাকা আয়ের ব্যবস্থা ছিল, কিন্তু এখন ফেসবুক পেইজ তৈরী করে তাতে বিজ্ঞাপন দেখিয়েও টাকা ইনকাম (Earn money from online) করা যায়। ফেসবুক থেকে এ আয়ের পদ্ধতিকে বলা হয় ফেসবুক মনিটাইজেশন (Facebook Monetization)


ফেসবুক পেইজে ভিডিও মনিটাইজেশন (Video monetization)  বা Ads break এর কিছু নিয়ম বা শর্তাবলী রয়েছে। যে শর্তগুলো পূর্ণ করে পেইজ থেকে টাকা ইনকাম করতে হবে। চলুন জেনে আসি Facebook ads break কি? বিস্তারিত (How to earn money from facebook page) 


Facebook ads break কি?

Facebook ads break হলো ফেসবুকের এমন একটি সার্ভিস বা ব্যবস্থা যার মাধ্যমে নিজের ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম করায় করার পদ্ধতি। Ads break ভিডিওতে স্বাভাবিক ভাবে দেখানো হয়। চাইলে নিজের ইচ্ছে মতো করেও বিজ্ঞান দেওয়া যায়।এটা সম্পূর্ণ ইউটিউবের মতো। 


ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করা যায় না। মনে রাখবেন শুধু ফেসবুক পেইজ থেকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়। আসুন অনেক কথা হলো এবার জেনে আসি Ads break ব্যবহারের জন্য কি কি যোগ্যতা থাকবে হবে। 

Facebook ads break eligibility :

Facebook ads break eligibility এটি ফেসবুকের একটি নতুন সার্ভিস। এখানে যে কেউ ইচ্ছে করলেই ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবে না। নিয়মগুলো আসলেই কঠিন না। খুব সহজ নিয়মও বলা যায়। তাই বলা যায়, যে কেউ সামান্য কিছু নিয়ম পালন করে কাজ করলেই ফেসবুক পেইজ থেকে টাকা আয় করতে পারবেন। 


Facebook ads break rules :

১) আপনার নিজের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ থাকতে হবে, কারণ Facebook ads break বিজ্ঞাপনটি শুধুমাত্র আপনার ফেসবুক পেইজ দেখাতে পারবেন। এটি ফেসবুক   প্রোফাইলে দেখাতে পারবেন না।

২) আপনার ফেসবুক পেইজ এ ১০,০০০ হাজার লাইক বা ফলোয়ারস্ থাকতে হবে। 

৩)  ফেসবুকে এমন ছবি, ভিডিও বা কনটেন্ট আপলোড করতে হবে যা ফেসবুক পলিসির বাহিরে না যায়। সবাই দেখতে পারে এমন ভিডিও, ছবি বা কনটেন্ট ব্যবহার করুন। 

৪) ফেসবুক পেজে আপনার দেশ ও ভাষা সার্পোট করতে হবে। খুশির সংবাদ হলো বাংলাদেশ ও ভারত থেকে Facebook ads break সার্পোট করে। তাই আপনি খুব সহজেই ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবেন।


৫) ৬০ দিনের মধ্যে আপনার পেইজের সবগুলো ভিডিও মিলে ৩০,০০০ হাজার ভিউ হতে হবে। ভিউসগুলো সর্বিনিম্ন ১ মিনিট হতে হবে। আপনার আপলোড করা ভিডিও কমপক্ষে ৩ মিনিট হতে হবে। তাহলে আপনি ফেসবুক পেইজ থেকে টাকা ইনকাম করতে পারবেন।

৬)  আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে, যদি আপনার বয়স ১৮ বছরের কম হয় তাহলে আপনার পিতা-মাতার নামে (Facebook ads break)  সেটআপ করতে হবে। 


উল্লেখিত সবগুলো নিয়ম পালন করতে পারলে আপনি সফলভালে ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আসলেই এটি ইউটিউব থেকেও অনলাইন টাকা ইনকামের সহজ একটি মাধ্যম। 



আর্টিকেলটি (Article) ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন অথবা আপনার মূল্যবান মতামত পেশ করুন কমেন্ট বক্সে। 

..............................................ধন্যবাদ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ