ব্লগে আমরা যে লেখালেখি করি তা ১০০% ইউনিক কিনা তা চেক করা উপায়ঃ আমরা আমাদের নিজের ব্লগে বা ওয়েবসাইটে আর্টিকেল লেখি বা অন্য কারো ব্লগে বা ওয়েবসাইটে লেখার কাজ করি, তখন আমাদের আর্টিকেলটি লেখার পর কত ভাগ ইউনিক (UNIQUE) হয়েছে সেটা আমরা অনেকেই জানি না। তাই ব্লগে কপিরাইট কোন আর্টিকেল লিখলে আপনার ব্লগ বা ওয়েবসাইটটি কখনোই গুগল এ্যাডসেন্স পাবে না। কপিরাইট চেক করার জন্য (Plagiarism checker) এত সুন্দর একটি ট্রিপ আমাদের অনেকেরই জানা নাই। তাই আমি আপনাদের সাথে আজকের আর্টিকেলে শেয়ার করব কিভাবে কপিরাইট (copyright) চেক করতে হয় (Plagiarism checker) এর মাধ্যমে।
ধরুন,আপনি একটি বিষয়ের উপর আর্টিকেল লিখেছেন। কিন্তু আপনার লেখার কিছু অংশ আপনি লিখার আগে অন্য কেউ তার ব্লগে বা ওয়েবসাইটে লিখেছে।এখন আপনি যদি সেই ব্লগটি না দেখে বা যাচাই না করে আপনার ব্লগে বা ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে তা কপিরাইট হবে। এর জন্য আপনাকে প্রতিটা আর্টিকেল লেখার পর তা ভালোভাবে চেক করেন নিতে হবে আপনার লেখাটি ১০০% ইউনিক বা কপিরাইট মুক্ত কিনা বা (Plagiarism checker) হয়েছে কিনা।
যদি কোথাও কোন কপিরাইট দেখায় তাহলে তা (Plagiarism checker) এ চেক করে কোথাও কপিরাইট থাকলে তা আবার সংশোধন করে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনি যদি আপনার নিজের ভাষায় সুন্দর ভাবে আর্টিকেল লিখেন তবে তা ১০০% কপিরাইট মুক্ত হবে।
What is copyright? কপিরাইট কী?
সোজা কথা কোন কিছু কপি করাই কপিরাইট। ধরুন, আপনি কোন লেখা কোন ওয়েবসাইট বা ব্লগ সাইট থেকে কপি করে আপনার নিজের নামে বা নিজের ব্লগে সেটা ব্যবহার করছেন। এক্ষেত্রে আপনি যার লেখা কপি করলেন তার থেকে কোন অনুমতি নেন নি তাহলে এটিই কপিরাইট বলে ধরা হয়। আপনি যদি অন্যের ব্যবহার করা কোন লেখা, ছবি, ভিডিও, অডিও নিজের কাজে ব্যবহার করেন অনুমতি ছাড়া তাহলে এটিই কপিরাইট হবে। এভাবে আপনি যদি কারো জিনিস ব্যবহার করেন তাহলে যার জিনিস আপনি ব্যবহার করছেন তিনি আপনার বিরুদ্ধে কপিরাইট স্টক (copyright stock) দিতে পারবেন।
একজন ব্লগার হিসেবে আপনার কখনও উচিত হবে না অন্যের কনটেন্ট চুরি করা। এতে আপনার ব্লগের ভবিষ্যত খারাপ। কারণ আমরা সবাই লেখালেখি করি গুগল এ্যাডসেন্স (Google Adsense) পাওয়ার আশায়।আপনি যদি আপনার ব্লগে গুগল বিজ্ঞাপন দেখাতে চান তাহলে এই কাজটি আপনার কখনোই করা উচিত হবে না। এটি করলে ব্লগ বা ওয়েবসাইট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। যদি টাকা ইনকাম করতে চান তাহলে (copyright Article) বন্ধন করুন।
কপিরাইট আর্টিকেল চেক করা উপায় ঃ-
আজকে দারুন একটি ওয়েবসাইটের কথা বলব যার মাধ্যমে আপনি কপিরাইট চেক (Copyright Check) করতে পারবেন। কনটেন্ট লেখকদের জন্য এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। অধিকাংশ ব্লগাররা এটি ব্যবহার করেন তাদের লেখা ইউনিক কিনা তা দেখার জন্য। আমি নিজেও এটি ব্যবহার করি আমার লেখার ক্ষেত্রে। আমার লেখা কতটা ইউনিক হয়েছে তা আমি এই ওয়েবসাইট থেকে দেখতে পারি। মনে রাখতে হবে এখানে কপিরাইট বলতে (Plagiarism) কে বুঝানো হয়েছে অর্থাৎ (Plagiarism) মানে কপিরাইট (Copyright) কে বুঝানো হয়েছে।
আর্টিকেল চেক করার ওয়েবসাইটটি হলো : https://smallseotools.com/ এটা বাংলাদেশের জন্য অত্যান্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট।
ওয়েবসাইটটিতে প্রবেশ করেই আপনি সর্বপ্রথম দেখতে পাবেন Plagiarism checker নামক অপশন। এই অপশনটিতে ক্লিক করলে আপনি একটি বক্স দেখতে পাবেন।
এখন আপনার লেখা আর্টিকেলটি কপি করে উক্ত বক্সে পেষ্ট করেন। আপনার লেখা আর্টিকেল এর শব্দ সংখ্যা যদি ১০০০ এর বেশি হয় তাহলে আপনাকে ২ বারে পেষ্ট করতে হবে। কারণ এখানে একবাবে ১০০০ শব্দের বেশি শব্দ নেয় না। আর্টিকেলটি পেষ্ট করার পর একটি নিচে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন Plagiarism checker নামে একটি অপশন। এখন সরাসরি Plagiarism checker এর উপর ক্লিক করুন। অল্প একটু অপেক্ষা করুন। লোড নেওয়ার পর দেখতে পাবেন আপনার লেখাটি কতটা ইউনিক হয়েছে। এখানে % আকারে দেখানো হবে।
আপনার লেখার যে অংশগুলো কপিরাইট করা হয়েছে তা দেখানো হবে এবং আপনার লেখাটি কোন ওয়েবসাইট বা ব্লগ থেকে কপিরাইট করা হয়েছে তাও আপনি দেখতে পাবেন ওই লেখার উপর ক্লিক করলে। এতে আপনির পুনরায় আপনার লেখাগুলো সংশোধন করতে নিতে পারবেন। সংশোধন করার পর আবার চেক করে দেখুন আপনার কোন কপিরাইট আছে কিনা।
এই https://smallseotools.com/ ওয়েবসাইটটি ব্যবহার করলে আপনি আরো কিছু প্রয়োজনীয় সুবিধা পাবেন যেগুলো আমাদের ব্লগারদের জন্য দরকার। আগেই বলেছি অনেক ব্লগার এই website টি ব্যবহার করেন।
আশা করি আমাদের আর্টিকেল পড়ে আপনি কপিরাইট এবং কপিরাইট চেক বিষয়ে একটু হলেও ধারনা পেয়েছেন। কোথাও বুঝতে সমস্যা হলে অথবা লেখা ভুল হলে আমাদের কমেন্ট করে জানাবেন প্লিজ।
ধন্যবাদ
MD. SABBIR HOSSAIN
Tags: copyright, copyright article, copyright check, copyright stock, Google AdSense, plagiarism, plagiarism checker, Unique, what is copyright, ইউনিক, কপিরাইট, আর্টিকেল, আর্টিকেল কপিরাইট, কপিরাইট কী, কপিরাইট চেক, গুগল এ্যাডসেন্স, কপিরাইট ফ্রি ইমেজ, কপিরাইট স্টাইক, কিভাবে কপিরাইট চেক করতে হয়,
0 মন্তব্যসমূহ