শুরু হয়েছে একাদ্বশে ভর্তি কার্যক্রম


একাদ্বশ শ্রেনির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। রোববার শিক্ষা মন্ত্রনালয় থেকে এ তথ্য নিশ্চিত করেন।





মন্ত্রনালয় জানিয়েছে, এবারের ভর্তি  কার্যক্রম চলবে সম্পূর্ণ  অনলাইনে। ৯ আগস্ট থেকে এভর্তি  কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২০ আগস্ট।


ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। 

সূত্রে জানা গেছে, এবারের ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএস এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে।




শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা । এছাড়াও ভর্তি ফি এবং আবেদন ফি কিছুটা বাড়ানো হয়েছে। 



এবার ঢাকার মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজগুলোতে ভর্তি ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। এমপিওবিহীন কলেজগুলোতে বাংলা মাধ্যমে ৯ হাজার এবং ইংরেজী মাধ্যমে ১০ হাজার টাকা ভর্তি ফি ধরা হয়েছে। 


সব প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি করা যাবে না। প্রতিটি ক্ষেত্রে অর্থ আদায়ের ক্ষেত্রে রশিদ সংগ্রহের তাগিদ দেওয়া হয়েছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ